• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

বর্ষসেরার লড়াইয়ে বার্সোলোনার আধিপত্য 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৫:৫৮ পিএম
বর্ষসেরার লড়াইয়ে বার্সোলোনার আধিপত্য 

ছেলেদের পাশাপাশি মেয়েদের বর্ষসেরা ফুটবলারের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২০২০-২১ মৌসুমে মেয়েদের বর্ষসেরা তালিকায় একচেটিয়া আধিপত্য স্প্যানিশ ক্লাব বার্সোলোনার। সেরা তিনে স্থান পাওয়া তিন জনই বার্সার। 

মেয়েদের ফুটবলে এবারের মৌসুমে সম্ভাব্য সকল শিরোপা জিতেছে বার্সা। এর ফলস্বরুপ বর্ষসেরার দলে স্থান পেয়েছেন স্পেনের জেনিফার এরমোসো ও আলেক্সিয়া পুতেয়াস এবং নেদারল্যান্ডসের লিকি মার্তিনেস। 

মেয়েদের বর্ষসেরা কোচের নির্বাচনে মনোনীত সেরা তিনজন হলেন বার্সেলোনার লুইস কোর্তেস, সুইডেনের মেয়েদের জাতীয় দলের কোচ পিটার গেরহার্ডসন ও চেলসির মেয়েদের দলের কোচ এমা হায়েস।

আর ছেলেদের ফুটবলে কোচদের বর্ষসেরার তালিকায় আছেন ইতালির কোচ রবার্তো মানচিনি, চেলসির কোচ টমাস টুখেল ও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। 

কার হাতে সেরার পুরস্কার উঠবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৬ আগস্ট। 

Link copied!